বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীতে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন মাধ্যমিক উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবেন না।

 


শিক্ষাগত যোগ্যতা

 

*জাতীয় মাধ্যম: মাধ্যমিক উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ- অন্যটিতে জিপিএ-.৫০ পেয়ে উত্তীর্ণ।
*ইংরেজি মাধ্যম: ‘লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে A গ্রেড, তিনটিতে B গ্রেড এবং লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ অথবালেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে A গ্রেড, তিনটিতে B গ্রেড একটিতে C গ্রেড এবং লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে A গ্রেড একটিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ।
*সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের এইচএসসি এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

২০২১ সালের এইচএসসি বালেভেল পরীক্ষার্থী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। কিন্তু তাঁদের অবশ্যই এসএসসিতে জিপিএ-/ ‘লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে A গ্রেড, তিনটিতে B গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। তবে বিএমএ যোগ দেওয়ার পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষের উচ্চতা ফুট ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ফুট ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৭ কেজি।

বয়স: বছরের জানুয়ারিতে ১৭-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।

জাতীয়তা: বাংলাদেশি

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

আবেদনের নিয়ম

আগ্রহীরা https://joinbangladesharmy.army.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২২ মে ২০২১

 

Comments

Popular posts from this blog

টিএমএসএস নেবে ৩১০০ কর্মী/TMSS NGO Job Circular in 2022 আবেদন করার নমুনা