Posts

Showing posts from April, 2021

টিএমএসএস নেবে ৩১০০ কর্মী/TMSS NGO Job Circular in 2022 আবেদন করার নমুনা

Image
টিএমএসএস নেবে ৩১০০ কর্মী/TMSS  নমুনা নমুনা -১ পরীক্ষার ফি বাবদ সব পদের জন্য ২০০ টাকার মানি রসিদ অথবা পে - অর্ডার করে আবেদনপত্রের সঙ্গে রশিদ সংযুক্ত করতে হবে। সরকারি যে কোন ব্যাংক থেকে অডার্র রশিদ নিয়ে নিম্ন অনুযায়ী পূরণ করুন  ঠিকানা জায়গায় দিবে ::::  নিম্নে জেলা অনুযায়ি ঠিকানা দেওয়া আছে    অথবা কোন ডাক বিভাগে গিয়ে পে অর্ডার ২১০ টাকা নিতে পারেন  নমুনা -২ আবেদন করতে হবে পরিচালক ( এইচআরএম অ্যান্ড অ্যাডমিন ) বরাবর ”  নিম্নে আবেদন পত্রের নমুনা দেওয়া হল  Ms file ফ্রিতে ডাউনলোড করুন নমুনা -৩ ১। তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি , সব ২।   শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি ৩। জাতীয় পরিচয়পত্রের কপি ,   ৪। মুঠোফোন নম্বর ও ই - মেইল আইডি উল্লেখ করে আবেদনপত্র পরিচালক ( এইচআরএম অ্যান্ড অ্যাডমিন ) বরাবর পাঠাতে হবে।   সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। যে প্রার্থী যে এলাকায় কাজ করতে ইচ্ছুক , সেই এলাকার সংস্থার ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।        

অস্ট্রেলিয়ায় ২৭০ বাংলাদেশির চাকরির সুযোগ

Image
অস্ট্রেলিয়ায় ২৭০ বাংলাদেশির চাকরির সুযোগ অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত প্রিন্ট সংস্করণ ০৭:৪২, ২০ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৮ মিনিট আইটি ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সোশ্যাল ওয়ার্কার, চিকিৎসক, নার্সসহ ৯ ধরনের পদে পেশাজীবী নেবে অস্ট্রেলিয়া। দেশটির কিছু কোম্পানির জন্য বাংলাদেশ থেকে পেশাজীবীকে নিয়োগ দেওয়া হবে। ৯ ধরনের পদে মোট ২৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। আরও পড়ুন: সপ্তাহের সেরা চাকরি বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আগামী ১৮ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে। পদগুলো হলো—

Data Recovery hardisk,memory card

Image
  More Guide Photo Tuturial: How to use iCare Data Recovery Pro with Step by Step Guide Launch iCare Data Recovery after installing Step One : Select a recovery mode for recovering files (You may try all three recovery mode if it fails to find your files under one recovery mode) Try three recovery mode one by one to find the most files Step Two : Select your drive for recovering lost files Select the drive Step Three : Wait while the software is scanning your device for lost data Note: If the scanning takes more than 12 hours for a 2TB external hdd, you may cancel the scanning and then wait to see what it could find for you after scanning. Step Four : Select a suggested partition (marked as green) which may contain your data. Select found partition to let it show your data. You may come back to the partition list to select a next partition if the first one doe

আকর্ষণীয় বেতনে প্রিমিয়ার ব্যাংকে চাকরি

Image
আকর্ষণীয় বেতনে প্রিমিয়ার ব্যাংকে চাকরি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।   প্রতিষ্ঠানের নাম- প্রিমিয়ার ব্যাংক লিমিটেড পদের নাম- সেলস এক্সিকিউটিভ (ক্রেডিট কার্ড) পদের সংখ্যা- নির্ধারিত না কাজের ধরন- পূর্ণকালীন কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে আবেদন যোগ্যতা ১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। ২। কোন একাডেমিক পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ৩। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৪। বয়সসীমা ২৪-৩০ বছর। ৫। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আবেদন যেভাবে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে । আবেদনের শেষ তারিখ ২৪ মে, ২০২১ বেতন ও সুযোগ সুবিধা ১। মাসিক বেতন ১০০০০-১৫০০০ টাকা। ২। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান। আমারসংবাদ/এমএস 

১ হাজার ৪৫০ জনকে নিয়োগ দিবে বেবিচক

Image
১ হাজার ৪৫০ জনকে নিয়োগ দিবে বেবিচক সমকাল প্রতিবেদক প্রকাশ: ০৫ মে ২০২১ ঢাকাসহ দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মানবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদে প্রায় দেড় হাজার জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা কর্তৃপক্ষ (বেবিচক)। কর্মকর্তারা জানান, চলমান করোনামহামারির মধ্যে এ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। অচিরেই এ ব্যপারে বেবিচক থেকে একটি সার্কুলার জারি করা হবে। এ ব্যপারে মঙ্গলবার বেবিচকের সদস্য প্রশাসন মো. মিজানুর রহমান জানান, ঢাকাসহ দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মান বাড়াতে বিভিন্ন পদে প্রায় দেড় হাজার (১ হাজার ৪৫০ জন) জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে অচিরেই বেবিচক থেকে একটি নিয়োগ সার্কুলার জারি করা হচ্ছে।

ডিপিডিসিতে স্নাতক–এইচএসসি পাসে চাকরি, নেবে ৭৬ জন

Image
ডিপিডিসিতে স্নাতক–এইচএসসি পাসে চাকরি, নেবে ৭৬ জন চাকরি-বাকরি প্রতিবেদক প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ২১: ২২ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২টি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিপিডিসি। কমপ্লেইন সুপারভাইজার ও সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট পদে মোট ৭৬ জন নিয়োগ পাবেন ডিপিডিসিতে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম : কমপ্লেইন সুপারভাইজার পদসংখ্যা : ১৩ শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস বেতন ও অন্যান্য ভাতাদি : মাসিক মূল বেতন ২৭,০০০ টাকা। ঢাকায় নিয়োগপ্রাপ্তরা বেতনের ৬০ শতাংশ এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় নিয়োগপ্রাপ্তরা বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া পাবেন। এ ছাড়া মাসিক ৩,৫০০ টাকা যাতায়াত ভাড়া ও মূল বেতনের ১০ শতাংশ হারে অথবা ন্যূনতম ২,০০০ টাকা চিকিৎসা ভাতাও পাবেন এ নিয়োগ পাওয়া ব্যক্তিরা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধা, চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে/ ব্রাক ব্যাংক

Image
  ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রিলেশনশিপ বিভাগে লোকবল নেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। তবে এ পদে কতজন নেওয়া হবে, তা জানা যায়নি। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ নেই। এ পদে চাকরি হলে পূর্ণকালীন কাজ করতে হবে। আগ্রহীরা ১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে তিন-চার বছরের বাস্তব অভিজ্ঞতা। গ্রাহক এবং স্টেকহোল্ডার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও স্থানীয় বাজার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আলোচনা ও যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে।     আবেদন যেভাবে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। বেতন ও সুযোগ–সুবিধা বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।